Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২০

সূর্যমুখীর তেল শরীরের জন্য হিতকর


প্রকাশন তারিখ : 2020-03-09

সূর্যমুখীর তেল শরীরের জন্য হিতকর। ক্ষতির কোনো আশঙ্কা নেই। খরিফ এবং রবি উভয় মৌসুমে চাষযোগ্য। কিছুটা লবণসহিষ্ণু। তাই দক্ষিণাঞ্চলে রয়েছে এর যথেষ্ঠ সম্ভাবনা। ৭ মার্চ পটুয়াখালীর দুমকিতে সূর্যমুখী উৎপাদন প্রযুক্তির ওপর এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ এসব কথা বলেন।
 
পটুয়াখালীর বিএআরআই সরেজমিন বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পরিচালক ড. জাহাঙ্গীর আলম, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক এবং  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলামের সঞ্চালনার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশে ৫০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।